খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মে ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5337 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অধিক মুনাফার আশায় বোতলজাত সয়াবিন তেল খোলা ভাবে বিক্রি করা, দোকানে মূল্য তালিকা না রাখা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মঙ্গলবার দুপুরে উপজেলা-সদর আড়পাড়া বাজারের মহামায়া স্টোর এর স্বত্বাধিকারী গোপাল সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ-উল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র, শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক বাশার, উপজেলার বেন্স সহকারি আখতারুজ্জামান, প্রসেস সার্ভার ওলিয়ার রহমান প্রমুখ। এছাড়া গতকাল সোমবার উপজেলার তালখড়ি গ্রামের মহেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে কানু বিশ্বাসকে(২৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ শো টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ-উল হাসান জানান, মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমাদের এ কার্যক্রম যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।