খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 10005 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) থেকে : করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর পর হলেও অনেক প্রত্যাশা ও আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে এবছর ঈদুল ফিতর উৎসব উদযাপন করার ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী সম্মিলিত বাগডাঙ্গা ঈদগাঁ ময়দান আয়োজক কমিটিসহ এলাকার তরুণ সমাজ। কিন্তু শেষ পযর্ন্ত প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে তাদের সব আয়োজন লন্ডভন্ড হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাঁ মাঠে আগত প্রায় হাজার খানেক মোসল্লি ঝড়বৃষ্টির কবলে পড়ে । প্রচন্ড ঝড়বৃষ্টির একপর্যায়ে ঈদগাঁহের দেওয়াল ও প্যান্ডেল ভেঙ্গে পড়ে ৪ জন আহত হয়েছে। প্রতাক্ষ্যদর্শী মোঃ তুহিন আক্তার পলাশ জানায়, ঈদুল ফিতরের দিন সকাল ৮টা ১০ মিনিটের দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে ঈদের মাঠের প্যান্ডেলসহ সকল সাজসজ্জা ভেঙ্গে ছিড়ে লন্ডভন্ড হয়ে যায়। ঈদগাঁ’র ভীতরে তখন প্রায় হাজার খানেক মোসল্লির উপস্থিত ছিলো । আকাশের অবস্থা খারাপ দেখে (ঈদগাঁ) পরিচালনা কমিটির সিদ্ধান্তে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে নামাজ শুরু করে। নামাজরত অবস্থায় মুষুলধারে বৃষ্টি শুরু হলে খুৎবার আগেই বেশির ভাগ মানুষ ঈদগাঁ থেকে বেরিয়ে যায় । নামাজ শেষের দিকে ঝড়বৃষ্টির চাপে ঈদগাঁ’র দেওয়াল ধ্বসে ও প্যান্ডেল ভেঙে বাশখুটির আঘাতে ৪জন মোসল্লি আহত হয় । আহতরা হলেন ওয়াদিপুর গ্রামের তুহিন আক্তার পলাশ (৩৫), তার ছেলে নোমান(৯) জামালপুর (ভিটেরপর) গ্রামের ঈমান আলী (৫৫)রাধানগর গ্রামের হারুন আলি (৪৫) তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে । আহতদের বাড়িতে খোজঁখবর নিয়েছেন, স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব এবং এলাকার সমাজপতিগন। উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী সম্মিলিত বাগডাঙ্গা ঈদগাঁ মাঠে দীর্ঘ প্রায় ৫০/৬০ বছর ধরে জামালপুর, ওয়াদিপুর, ঘোষনগর, বাগডাঙ্গা, রাধানগর মোট (৫টি) গ্রামের কয়েক হাজার মানুষ প্রতি বছর একসাথে ঈদের জামাত করে থাকে। যার ধারাবাহিকতায় এবছরও উৎসব মুখর পরিবেশের মধ্যে ঈদের জামাত সম্পন্ন করার উদ্দেশ্য নিয়ে (ঈদ) পূন:মিলনীর আয়োজন করে ঈদগাঁ কমিটি ও এলাকার তরুণ সমাজ । কিন্তু হঠাৎ ঝড়বৃষ্টির কারণে তা ভন্ডুল হয়ে গেল।