জেলার খবর, ঢাকা, ঢাকা বিভাগ | তারিখঃ মে ২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4998 বার
নজরুল ইসলাম, ঢাকা ডেস্ক : ঈদ উপলক্ষে মোটা অংকের চাঁদার দাবিতে গতকাল রাত সোয়া ৯টা থেকে পৌঁনে ১০টা পর্যন্ত দফায় দফায় হামলা
চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় শীর্ষ স্থানীয় দুটি স্টীল
কোম্পানীর কারখানা ও অফিসে। এ নিয়ে মামলা হয়েছে কদমতলী থানায়।
চাকদা স্টীল এন্ড রি-রোলিং মিল্স লিমিটেড (সিএসআরএম) ও টেকনোসাম স্টীল লিমিটেডের মালিক সূত্রে জানা
যায়, বিগত কয়েক বছর যাবৎ স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা নানা সময়ে বিভিন্ন অংকের চাঁদা দাবি করে আসছে
তাদের কাছে। কিন্তু তারা কখনোই তাদের এমন দাবি পূরণ করেননি। তার জেরেই গতকাল এমন হামলা হয়েছে
বলে তাদের ধারণা। স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা চাঁদা না পেয়ে ইট-পাটকেল ছুড়ে সিএসআরএম এবং টেকনোসাম
স্টীল মিলের কারখানা ও অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রচুর ক্ষতি সাধন করে।
সিএসআরএম ব্যবস্থাপক মোহাম্মদ শাহীন বলেন, ‘রোজার মধ্যে কয়েকবার কয়েকজন আমাদের কারখানা ও
অফিসে এসে ঈদ উপলক্ষে চাঁদা দাবি করেন। কিšদ আমরা তাদের বিনয়ের সঙ্গে বোঝানোর চেষ্টা করি। তারা গত
কয়েকদিন যাবৎ কোম্পানীর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছেন। না দিলে বিভিন্ন হুমকি দেন।
তার প্রেক্ষিতেই তারা এই হামলা চালায়।’ ব্যবস্থাপক শাহীন বলেন, ‘এসব সন্ত্রাসীদের নেতৃত্ব দেন মামুন, রুবেল ও
সুমন গং। তারা দীর্ঘ দিন থেকেই স্থানীয় এলাকায় মাদক ব্যবসার সঙ্গেও জড়িত আছেন। সিএসআরএমের প্রধান
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা যেখানে সরকারি
সকল নিয়মনীতি মেনে ব্যবসা করছি সেখানে চাঁদা দাবি কিংবা হামলা ব্যাপারটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি এর
যথাযথ বিচার চাই প্রশাসনের কাছে।’
কদমতলী থানার উপপরিদর্শক মোহসীন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি এবং সাথে সাথে হামলার স্থান পরিদর্শন
করে এর সত্যতা পেয়েছি। এখন আমরা অভিযোগের ভিত্তিতে আসল অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা
নেয়ার প্র¯দতি নিচ্ছি। তবে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে অন্যদেরও কিছু অভিযোগ আমাদের কানে এসেছে। এবার
যেহেতু লিখিত অভিযোগ পেয়েছি সেহেতু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুবিধা হবে।