খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ এপ্রিল ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 704 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা শালিখায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় (২য় সংশোধিত)” এর আওতায় কার্প নার্সারি, কৈ-শিং-মাগুর, পাংগাস-কার্প মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে রবিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন উপপ্রকল্প পরিচালক এটিএম তৌফিক মাহমুদ। বক্তব্য রাখেন ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, সোহেল রানা ও খন্দকার এজাজ আহমেদ। প্রশিক্ষণে ১৮ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন।