আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল সীমান্তে ১৫ পিছ (১.৭৪৯ কেজি) স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম নামে এক পাচারকারি আটক হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোরে বেনাপোল সীমান্তের পুটখালী শুন্যরেখা থেকে তাকে আটক করেন ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
আটক মনিরুল (৩৭) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তর পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে পুটখালী উত্তরপাড়ার সীমান্ত পিলার ১৭/৭ এস. ১৬৬ আর পিলারের নিকট ইছামতি নদীরপাড় শূন্যরেখার আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে ১৫ পিছ সোনার বারসহ (১.৭৪৯ কেজি) মনিরুলকে আটক করা হয়েছে।