খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ এপ্রিল ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7313 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় নিখোঁজের চার দিন পর রৌফন নেছা (৭০) নামে এক বৃদ্ধ নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার শুকদেবপুর গ্রামের নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে মাটি চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রৌফন নেছা ওই গ্রামের সিদ্দুকুর রহমানের স্ত্রী।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত কুমার জানান, শুকদেবপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী বৃদ্ধা রৌফন নেছা গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার রাতে তার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি স্থানের মাটি কিছুটা আলগা দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। রোববার সকালে পুলিশ সেখানে গিয়ে মাটি খুড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যার পর বস্তায় ভরে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, পুলিশ ইতিমধ্যে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।