খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ December 30th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 38853 বার
নিজস্ব প্রতিবেদকঃ বেনাপোল বন্দরে একটি গার্মেন্টস পণ্য চালান জব্দের ঘটনায় জারিন এন্টার প্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্সী ও তার মালিক আজিম উদ্দীন গাজীকে জড়িয়ে একটি স্বার্থন্বেষী মহল মিথ্যা ও হয়রানি মুলক সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনিসহ বেনাপোলের ব্যবসায়ী মহল।
বিশিষ্ঠ ব্যবসায়ী আজিম উদ্দীন গাজি জানান, ঢাকার গাজীপুর এলাকার শিশির ডাইং নিটিং নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৮১ প্যাকেজ বা ২৮ হাজার ৩০০ কেজি পলেস্টার ওভেন ফেব্রিক্স বিকেএমইএর ইউডির মাধ্যমে শতভাগ রপ্তানির উদ্দেশ্যে মালামাল আমদানি করে। যার বিল অব এন্ট্রি নম্বর ১১০৭৬৯। উক্ত পণ্যচালানটি ছাড়করণের দায়িত্ব পায় তার জারিন এন্টারপ্রাইজ নামে সিএন্ডএফ এজেন্ট। এসময় আমদানিকারক পণ্য চালানে কোন প্রকার অনিয়ম করেছে কিনা এমন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ সরেজমিনে আমদানিকৃত পণ্যেটি যাচাই-বাছাই করে। পন্য ঘোষণা অনুযায়ী অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য পণ্য চালানটি খালাসের অপেক্ষমান রয়েছে ৷
তিনি আরো বলেন, সিঅ্যান্ডএফ ব্যবসার সাথে জড়িত একটি স্বার্থন্বেষী সাংবাদিক মহল ব্যবসায়িকভাবে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে সিঅ্যান্ডএফ জারিন এন্টার প্রাইজকে দায়ি করে কয়েকটি পত্রিকা ও অনলাইনে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করায়। এছাড়া মনগড়া বিভিন্ন গল্প বানিয়ে সামাজিক মহলে আমার ভাবমূর্তী ক্ষুন্ন করেছে। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া ও আক্রোশমুলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে বেনাপোলের বিভিন্ন বানিজ্যিক সংগঠনের নেতা ও সাধারন ব্যবসায়ীরা জানান, আজিম উদ্দীন গাজী দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি গ্রামের সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও সামাজিক কার্যক্রমের সাথেও জড়িত। এছাড়া তিনি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারি ও ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন ধরে সম্মানের সাথে দায়িত্ব পালন করে আসছে। তাকে জড়িয়ে এটা ষড়যন্ত্র মুলক সংবাদ প্রকাশ হয়েছে।