খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা, রাজনীতি | তারিখঃ December 29th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 16122 বার
বিশ্বাস স্বপন, মাগুরাঃ বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে জনতার বিজয় রাজনৈতিক বাস্তবতায় বেহাত হয়ে গেলেও চব্বিশে ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের বিজয় নস্যাৎ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন মাগুরা-২ আসনের সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল।
দীর্ঘ সাত বছর কারা ভোগ করার পর কারাগার থেকে মুক্তি পেয়ে রবিবার মাগুরার মহম্মাদপুর উপজেলা বিএনপি’র এ সমাবেশ দুপুর গড়াতে জনসমুদ্রে পরিনত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, তারা বাংলাদেশে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে সিন্ডিকেট করে শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংক গুলো ডাকাতি ও লুটপাট করে ধ্বংস করে ফেলেছে।
আগামীতে যাকে মনোনয়ন দেওয়া হয় তাকেই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে বলেন। একই সাথে তিনি আওয়ামীলীগ ও তার দোসরদের সাথে সকলকে সম্পর্ক বিছিন্ন করতে বলেন এবং বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।