জেলার খবর, নীলফামারী, রংপুর বিভাগ | তারিখঃ December 29th, 2024 | নিউজ টি পড়া হয়েছেঃ 5009 বার
ডিমলা (নীলফামার) উপজেলা সংবাদদাতা : বর্তমান সময়ে দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে, “মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই আমরা ভাই ভাই, বাংলাদেশে সম অধিকারে বাঁচতে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ডিমলা সদর ইউনিয়ন শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের আয়োজনে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ হল রুমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা শেষে কমিটি গঠন করা হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সদস্য কনক অধিকারী। নয়ন কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, নিলফামারী পৌর বিএনপির সাধারন সম্পাদক ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ আল মাসুদ চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ (রিন্টু) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান (রানা)।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আরিফ-উল-ইসলাম (লিটন),উপজিলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুজ্জামান (গাজী), উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী (প্রধান), জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি শ্রী উৎপল কান্তি সিং, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের উপজেলা সাধারণ সম্পাদক জ্যোতি রন্জন রায়, জাহাঙ্গীর আলম ডি,আর,আঃ মজীদ, আঃ জব্বার, সহিদুল ইলাম (সেলিম), আশিক-উল-লেমন, সোহাগ খান (লোহনী), নুর আলম, জিয়াউর রহমান (জিয়া), মিজানুর রহমান সবুজ, আলমগীর হোসেন, হালিমুর রহমান হাবিব, আঃ রশিদ, সাবু ইসলাম, গোলজার রহমান, এ কে এম শাশীমসহ রাংলাদেশ হিন্দু,বোদ্ধ,খ্রিষটান কল্যান ফ্রন্টের ডিমলা সদর ইউনিয়নের নেতাকর্মি বৃন্দ।
বক্তারা গত ৫ জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে দেশে চলমান অবস্থায় প্রেক্ষিতে ধর্মে,জাতিতে ও সংস্কৃতিতে ভিন্ন হতে পারি কিন্তু,দেশের প্রশ্নে আমরা সবাই এক, আমরা সবাই এই দেশের নাগরিক ও বাংলাদেশী।তারেক জিয়ার এই ঐতিহাসিক বক্তব্যকে স্মরণ করে বক্তারা বলেন, এই দেশ আমাদের। দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নে সবাই অংশগ্রহণ করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে চাই।এই উন্নয়ন তখনই সম্ভব যখন আমাদের মধ্যে ভ্রাতিত্ব বোধ ও ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে, জাতিগত দাঙ্গা,হিংসা-বিদ্বেষ সৃষ্টি হয় এমন উস্কানিমুলক বক্তব্য থেকে বিরত, কাহারো ধর্মীয় অনুভূতিতে আঘাত নাহানাসহ বিচ্ছিন্ন ভিন্ন সপ্রদায়ের জনগোষ্ঠীকে জাতীয়তাবাদী পতাকা তলে ঐক্যবদ্ধ থাকতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ভিন্ন ধর্মালম্বীদের জান-মাল ও সম্পত্তি রক্ষাসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ডিমলা সদর ইউনিয়ন শাখার কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনার জন্য, সর্বসম্মতিক্রমে কনক অধিকারী কে সভাপতি, শিবেন্দ্র নাথ রায় কে সাধারণ সম্পাদক ও অচিন্ত্য কুমার রায় কে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।