জাতীয় সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ এপ্রিল ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1884 বার
ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসে বিগত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ অপরিবর্তিত থাকল। এছাড়া এই নিয়ে সারাদেশে মোট করোনায় শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে দেশে করোনা সংক্রমণের পর ২০২০ সালের ৫ এপ্রিল একদিনে শনাক্ত ছিলেন ২৩ জন। এরপর এত কম রোগী আর পাওয়া যায়নি। এছাড়া একই সময়ে আগের দিনের চেয়ে করোনা সংক্রমিত নতুন ব্যক্তির সংখ্যা কমেছে। আগের দিন ৪৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ২২ জন।। এই সময়ে শূন্য দশমিক ৩৮ শতাংশের শরীরের করোনার সংক্রমণ ধরা পড়েছে। আগের দিনে এই হার ছিল শূন্য দশমিক ৭১ শতাংশ।
এছাড়া ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৭ জনের। এতে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৫ হাজার ৪৯৯ জনের। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৪৫ জন। এতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ৯৬ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ১১ লাখ মানুষ।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।