জেলার খবর, নীলফামারী, রংপুর বিভাগ | তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 379 বার
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : আজ ২৮শে নভেম্বর (বৃহস্পতিবার) নীলফামারীর ডিমলার উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার আয়োজনে সকাল ১১টায় উপজেলা নির্বাহীর অফিসের হলরুমে জুলাই আগস্ট এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা পৃথিবীর মীর হাসান আলী (বান্না), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ ও শুড়া সদস্য আব্বাস আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করাসহ নির্ভুল আহত এবং নিহতদের তালিকা প্রকাশ করার উপর গুরুত্ব আরোপ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া স্মরণ সভার সমাপনী বক্তব্য বলেন, নিহত এবং আহতদের নির্ভুল তথ্য দিয়ে দিয়ে একটি নিখুঁত তালিকা তৈরি করতে সবাইরে সহযোগিতা কামনা করেন।