খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর, রাজনীতি | তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 473 বার
খুলনা অফিস: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়ের করা ৩০ লক্ষ মিথ্যা মামলার প্রায় ৯০ লক্ষ আসামি নিয়ে হিমালয়ের মত মাথা উঁচু করে যে দলটি দাঁড়িয়ে আছে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এগুলো মাথায় রেখে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ও দলের সুনাম ধরে রাখতে আমাদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, দেশের ভেতর এবং বাহিরে থেকে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের মানুষকে নিয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।’ তিনি আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ তে কর্মসূচি দিয়েছিলেন ভিশন-২০৩০। এর পরে আমাদের নেতা তারেক রহমান ২০২২ এর ডিসেম্বরে রাষ্ট্র মেরামতের ২৭ দফা কর্মসূচি দিয়েছিলেন। আর ২৩ এর জুলাই মাসে সকল গণতন্ত্রগামী রাজনৈতিক দলকে নিয়ে ২৭ দফাকে ৩১ দফা করে সংস্কার কর্মসূচি ঘোষনা করেছিলেন। বিএনপি শুধু নিজের কথা বলে তা নয়, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার(২৮ নভেম্বর) পাতলা বাজারস্থ স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল বারি হেলাল এসব কথা বলে। সাচিয়াদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল বাশারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, খান জুলফিকর আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী কওসার আলী, যুবদলের সাবেক সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত। সাচিয়াদাহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খান গিয়াস উদ্দিন, বিএনপির নেতা আজিজুর রহমান আজিবার ও আবুল হোসেন বাবুর পরিচালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা এনামুল হক সজল, মোস্তাফাউল বারী লাভলু, আনিসুর রহমান, মোল্যা এনামুল কবির, আরিফুর রহমান, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক আবু সাইদ শেখ, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা, জেলা স্বেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির নেতা মোল্যা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জম্মাদার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মিল্টন হোসেন মুন্সি, খান মোস্তাক আহমেদ, আজিজুর রহমান গাউস, এস কে নাসির আহমেদ, এমদাদুল শেখ, সাইফুল মোড়ল, তোহিদ শেখ, জাহিদুল ইসলাম, মোবাশের আলম, মহিলা দলের নেত্রী কোহিনুর বেগম, ফাতেমা বেগম, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম, স্বেচ্চাসেবক দল নেতা সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, জামাল বিশ্বাস, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, আসাবুর চৌধুরী, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী, সাব্বির আহমেদ টগর, দিদার শেখ, তামিম আহমেদ, রাজু চৌধুরী, সাবু মোল্যা, ফেরদৌস মেম্বর, কামাল লস্কার, আব্দুল হক শিকদার, মামুন শিকদার, ওবায়দুর তরফদার, আজমির মোল্যা, কারিমুন, সাফায়েত লস্কার, জাহিদ শিকদার, মোতালেব, তমাল শেখ, তারক রেজা, রহমাতুল্লাহ, বিথী বেগম লাভলী বেগম সহ জেলা, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।