খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4176 বার
সাঈদ ইবনে হানিফ :যশোরের বাঘারপাড়ায় যুব সংগঠনের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার চৌরাস্তা মোড়ে মজিদ সুপার মার্কেটের হল রুমে দ্যা-আর্থ বাংলাদেশের সৌজন্যে গণ অধিকার ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে।
ইউএস এআইডির বিজয়ী প্রজেক্ট, খুলনা হাবের অর্থায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরব আলী, বিশেষ অতিথি ছিলেন, দ্যা-আর্থ বাংলাদেশের ইয়ুথ লীড অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অফিসার মৃত্যুঞ্জয় মহন্ত, উপস্থিত ছিলেন, গণ অধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইকরামুল হক মিঠু, সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাঈদ ইবনে হানিফ, দীলরুবা পারভিন, নজরুল ইসলাম, জাকির হোসেন প্রমূখ।
কর্মশালায় আলোচকগণ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন প্রকৃতির পরিবেশ ও পরিবর্তন হচ্ছে। প্রকৃতি থেকে যেমন অনেক কিছু হারিয়ে যাচ্ছে, আবার প্রকৃতিতে নতুন কিছু ও যুক্ত হচ্ছে। এই ধারার তালমিলে কর্মক্ষেত্রে মানুষ যেমন কাজ হারাচ্ছে আবার তেমনই নতুন নতুন সম্ভাবনার কাজের দুয়ার উন্মোচন হচ্ছে। এসব কর্ম ক্ষেত্র গুলো যুব দের মনে নতুন আশা জাগিয়েছে।