জেলার খবর, বগুড়া, রাজশাহী বিভাগ | তারিখঃ নভেম্বর ১২, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3447 বার
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার : ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ অস্থায়ী কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিসাস বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তফা আবু সালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মহসিন আলী রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বি ডলার, সিনিয়র সহ-সভাপতি, জিসাস বগুড়া জেলা শাখা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এ এস এম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সাবেক সদস্য মাহবুব বাবু, জিসাস বগুড়া শহর কমিটির সাবেক সভাপতি মাহবুব জামান মিলন, কাহালু উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাবলু শাকিদার, নন্দীগ্রাম উপজেলা কমিটির সাবেক সভাপতি তানসেন আলী মন্টু, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদ আলী শাহ, সাবেক সহ-সভাপতি রাজু আহমেদ, গাবতলী উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা কমিটির সদস্য বিল্লু মানিক, আলম হোসেন, মোছাম্মৎ রেহানা আক্তার, শাহিদুর রহমান প্রমুখ।।
উপস্থাপনায় ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।।