খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ নভেম্বর ৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 9590 বার
স্টাফ রিপোর্টার : খুলনার তেরখাদার সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বুলবুল আহমেদ এবং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী বিএম সমীর উদ্দিন কে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এদিকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার পর বাগান বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।জানা গেছে, উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজারে ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারি হেলালের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদের বয়ঃবৃদ্ধ মাতা হাসিনা বেগম বলেন, আমার ছেলে ও ভাগ্নে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের পরপরই গ্রামের বিপক্ষের মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে কিছু উশৃঙ্খল সন্ত্রসীরা আমাদের কামারোলস্থ বাগানবাড়িতে হামলা, ভাঙচুর চালায় এবং আমার ভাগ্নে বিএম সমীর উদ্দিনের সাচিয়াদাহ বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় ও তার ছোট ভাই রকিব উদ্দিন বিশ্বাস এর হাতে থাকা ব্যাগ হতে ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দেয়।
একই সাথে পরিবারের সদস্যদের জীবননাশের হুমকিও দিয়েছে। এ ঘটনায় এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। এ বিষয়ে তেরখাদা থানার সাব-ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ ও আ’লীগ নেতা বিএম সমীর উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদেরকে ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় আটক করে জেল হাজত প্রেরণ করা হয়েছে।