খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ নভেম্বর ৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1031 বার
খুলনা অফিস: খুলনার তেরখাদা উপজেলার বারাসাত এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দ্বারা মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তার স্ত্রীর কাছ থেকে হামলাকারী একটি স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন ভুক্তভোগী।
তেরখাদা থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারাসাত গ্রামের মো:কেরামত আলীর ছেলে মো:আরমান মোল্লা গত ৬ নভেম্বর বাড়ী থেকে স্ত্রী, সন্তান নিয়ে শশুর বাড়িতে যাবার পথে বারাসাত রাস্তার উপর পৌঁছালে মোটর ভ্যান পথরোধ করে প্রতিপক্ষ নুরু ফকির, ইখলাস ফকিরসহ আরও কয়েকজন।
এ সময় হামলকারীরা আরমান মোল্লাকে এলোপাতাড়িভাবে মারপিট করে জখম করে এবং তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়াসহ একই সময়ে তাদের বাড়িতে গিয়ে বয় বৃদ্ধ মাতা মোসা:জোসনা বেগমকেও মেরে জখম করে বলে অভিযোগে উল্লেখ করেন।
পরে স্থানীয়রা তাদেরকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি)জি এম ইমদাদুল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত ও ঘটনার সত্যতা প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।