জেলার খবর, দিনাজপুর, রংপুর বিভাগ | তারিখঃ April 9th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 2231 বার
দিনাজপুর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ও সাধারণ মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার।
শনিবার (৯ এপ্রিল) বিকেল তিনটায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রা মাধবপাড়া ইউনিয়ন পরিষদের আইসিটি বিভাগ কতৃক বাস্তবায়িত ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ কথা বলেন।
দিনাজপুর জেলার ১৩ টি উপজেলা ও ১০২টি ইউনিয়ন পরিষদে তথা সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ব্রডব্যান্ডের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জোর তাগিদ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে দিনাজপুর জেলায় “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষিত বেকারদের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এজন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইনফো সরকার-৩ প্রকল্পের মাধ্যমে ২৫ কোটি লোককে ইন্টারনেট সেবা দেয়ার জন্য কাজ করছে সরকার বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম, মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, খট্রা মাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাউসার রহমান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীমসহ স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।