খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1165 বার
নিজস্ব প্রতিবেদক : আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক প্রমুখ আলোচনা রাখেন। সভায় মৎস্য ঘেরে মাছ চুরি, অন লাইন জুয়া, মাদক, অন্যায় অপকর্মসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।