খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2589 বার
স্বপন বিশ্বাস,মাগুরাঃ মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের শালিখা উপজেলা আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা
অনুষ্ঠিত। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আমি যোগদানের পর থেকেই শালিখাকে শান্ত উপজেলা হিসাবে পেয়েছি। আশা করি এ অবস্থা চলমান থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
এছাড়া আলোচনায় অংশ নেন, শালিখা থানা অফিসার ইনচার্জ ওলি মিয়া, শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইমুন নিছা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষবিদ মোঃ আলমগীর হোসেন, চেয়ারম্যান হুসাইন শিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্সী মোঃ মনিরুজ্জামান চকলেট, জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আামির মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জব বিশ্বাস, ইসলামি আনন্দোলনের উপজেলা শাখার সহসভাপতি মাওলানা ওসমান গনি সাইদী, আড়পাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ইমদাদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিল, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আবু জাফর লাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মুন্সি আনিচুর রহমান মিল্টন, চেয়ারম্যান আব্দুল হালিম, আরজ আলী বিশ্বাস, সিরাজ উদ্দিন মন্ডল, উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।