খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 9024 বার
নিজস্ব প্রতিবেদক : বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর মানুষের আশা আকাঙ্খা পাল্টে গেছে। মানুষ আর আওয়ামী গুন্ডাতন্ত্র দেখতে চায় না। শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন এ কথা বলেন।
সংগঠনকে গতিশীল বেগবান ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের ৮, ৯ ওয়ার্ড ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৭ অক্টোবর রবিবার গাতিপাড়া প্রাইমারী স্কুল মাঠে ও বেনাপোল হাইস্কুল মাঠে বেলা ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
বেনাপোল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মোঃ আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় গাতিপাড়া প্রাইমারী স্কুল মাঠে সভা অনুষ্টিত হয়।
অপরদিকে বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজোহা সেলিম। এছাড়া আলোচনা সভায় অংশ গ্রহণ করেন যুগ্ন আহবায়ক লাফু, মোখলেসুর রহমান, মাসুদ রানা সিনিয়র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক আশরাফুল, পৌর যুবদলের সদস্য আকিমুল ইসলাম রেজাউল, পিন্টু, সাত্তার, ইমন ও পৌর ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। ছাত্রদলের আহ্বায়ক আরিফুল আরিফ হোসেন সদস্য সচিব শাওন প্রমুগ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দীনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন আরও বলেন, আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেল ‘ভয় নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন’ আমরা সকলে এই নির্দেশকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে চলবো।
তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, দল কারও একার নয় আমাদের সকলের এমন কোন কাজ করা যাবে না যাতে একজনের জন্য দলের অর্জিত সুনাম ক্ষুন্ন হয়। কারও বিরুদ্ধে যদি সাংগঠনিক নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমানিত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমরা আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাবো।