চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2838 বার
নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোরাপাখিয়া ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব সেরাজুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মামুন অর রসিদ।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি প্রতিনিধি আশিকুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি অভিবাসীদের মনোসামাজিক, আর্থিক ও সামাজিক পুনরেকত্রীকরণ বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি এবং অন্যান্য বক্তারা ব্র্যাকের সেবার প্রশংসা করে স্থানীয় সহযোগিতার আশ্বাস দেন।