খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2368 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া(যশোর) থেকে : যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের দক্ষিন মাঠ হতে এক রাতে সাতটি স্যালো মেশিন চুরি সংগঠিত হয়েছে। ইরি-বোরো ধান চাষের শেষ মুহুর্তে তাদের স্যালো মেশিনগুলো চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক মহল
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের দক্ষিন মাঠ হতে সাতটি স্যালো মেশিন চুরি হয়েছে। ভুক্তভোগী স্যালো মেশিন এর মালিকগন হলঃ
১. জয়নুদ্দিন আকনজির ছেলে আবুল কাশেম
২. ইসমাইল সরদারের ছেলে মশিয়ার রহমান
৩. ইনছার সরদারের ছেলে তুরফান সর্দার
৪. আবুবকর মোল্যার ছেলে এনায়েত মোল্যা
৫. মোকছেদ মোল্যার ছেলে ফসিয়ার রহমান
৬. ওমর মুন্সির ছেলে ইলিয়াস হোসেন
৭. আঃ গফফার মোল্যার ছেলে টিটো মল্যা
এদের সবার বাড়ি করিমপুর গ্রামে।
চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে স্যালো মেশিন মালিক আবুল কাশেম হাউমাউ করে কেঁদে ফেলেন। এছাড়া এনায়েত মোল্যা জানান ধান চাষে তার অনেক টাকা ব্যয় হয়েছে, এমুহূর্তে তার পক্ষে নতুন স্যালো মেশিন কেনা দুরহ ব্যাপার।
উল্লেখ্য যে করিমপুর গ্রামের দক্ষিন মাঠ থেকে প্রায় প্রতি বছর স্যালো মেশিন চুরির ঘটনা ঘটে থাকে বলে উক্ত গ্রামের অনেক কৃষক জানিয়েছেন। এ গ্রামের অন্য একজন কৃষক তৈয়ব আলী জানান যে, এ মাঠটি যশোর-নড়াইল সড়ক সংলগ্ন হওয়ায় সংঘবদ্ধ চোরের দল স্যালো মেশিন ও গরু চুরির পর পরিবহনের ক্ষেত্রে ট্রাক/মিনি ট্রাক ব্যবহার করে দ্রুত সটকে পড়তে পারার কারনে এই এলাকায় এ ধরনের চুরি বেশি সংগঠিত হয়।
এ বিষয়ে থানায় কোন চুরির মামলা বা সাধারণ ডায়েরি হয়নি বলে সূত্রে জানা গেছে।