আইন ও আদালত | তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4015 বার
নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।
বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ মামলা করেন ফারজানা ব্রাউনিয়া।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা এ মামলায় ব্রাউনিয়া অভিযোগ করেছেন, আসামিরা তার পাওনা মাসিক মজুরি দীর্ঘদিন ধরে পরিশোধ না করে প্রতারণা করেছেন এবং তাকে ৫০ কোটি টাকা চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়েছেন।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।
ফারজানা রশীদ ব্রাউনিয়ার অভিযোগ, তিনি ২০১৪ সালে চ্যানেল আইতে ম্যানেজার (ইভেন্ট) হিসেবে যোগ দেন। তার মাসিক বেতন ছিল ১ লাখ টাকা। চ্যানেল আইয়ের জন্য তিনি ‘স্বর্ণ-কিশোরী’ নামে একটি অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন, যা দেশে ও বিদেশে জনপ্রিয়তা পায়।
কিন্তু ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময়ে তিনি শিক্ষার্থীদের সমর্থন করায়, কোনো নোটিস ছাড়াই তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। চ্যানেল আই কর্তৃপক্ষ মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, লিখিত বরখাস্ত আদেশ না হওয়া পর্যন্ত তার বেতন তাকে দেওয়া হবে। কিন্তু ২০১৮ সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত সেই পাওনা পরিশোধ করা হয়নি বলে ব্রাউনিয়ার ভাষ্য।