খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4622 বার
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা গোলক বিশ্বাসের দূর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেখহাটি ইউনিয়নবাসীর আয়োজনে শেখহাটি তপনবাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আব্দুর রব বাপ্পী, মো: মাসুম খান, ইকরাম হোসেন, পরেশ দাস, ছিয়ারন নেসা, জোস্না বেগম, হালিমা বেগম, আছিয়া বেগম প্রমূখ।
বক্তারা বলেন, চেয়ারম্যান গোলক বিশ্বাস গত দেড়মাস ইউনিয়ন পরিষদে না আসায় নাগরিক সেবা চরমভাবে বিঘিœত হচ্ছে। চেয়ারম্যান অনুপস্থিত থাকায় নাগরিক সনদ, জন্ম-মৃত্যু সনদ, ওয়ারেশ কায়েম সনদসহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নে বসবাসকারী নারী-পুরুষেরা। তাঁরা আরো বলেন, ইউপি চেয়ারম্যান দলীয় প্রভাব খাটিয়ে প্রভাব খাটিয়ে স্বেচ্ছাচারি হয়ে ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দূর্ণীতি করেছেন। জন্মসনদ থেকে শুরু করে বয়স্কভাতা কার্ড, বিধবাভাতা কার্ড, প্রতিবন্ধী ভাতা কার্ডসহ বিভিন্ন নাগরিক সেবা প্রদানে গরীব, দুস্থ ও অসহায় মানুষের কাছ থেকে অনৈতিকভাবে টাকা গ্রহণ করেছেন।সাবেক চেয়ারম্যানের দেয়া ১০টাকা কেজি দরের চাল পাওয়া সুবিধাভোগীদের কার্ড বাতিল করে নিজের অনুসারী বিত্তশালীদের কার্ড প্রদান করেছেন। এলাকার সড়ক উন্নয়নসহ কালভার্ট নির্মাণের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় না করে পকেটস্থ করেছেন। মানবন্ধন শেষে ‘অপসারণ চাই, অপসারণ চাই, দূর্ণীতিবাজ স্বেচ্চাচারি গোলক চেয়ারম্যানের দ্রুত অপসারণ চাই’ এ শ্লোগান দিয়ে ঝাঁড়–হাতে মিছিল নিয়ে শেখহাটি বাজার এলাকা প্রদক্ষিণ করেন এলাকার নারী-পুরুষ।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গোলক বিশ^াস বলেন, আমি কোন অনিয়ম ও দূর্ণীতির সঙ্গে জড়িত নই। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে যড়যন্ত্র করে নানা অপবাদ দিচ্ছে।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস বলেন, চেয়ারম্যান গোলক বিশ্বাসের অনুপস্থিতির কথা আমি শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এলাকার নাগরিক সুবিধাবঞ্চিতদের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।