খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, শিক্ষাঙ্গন | তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2773 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : সারাদেশে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এর দাবীতে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ এর ব্যানারে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সকল বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার ডিসির কাছে একযোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় যশোর জেলার ৮ টি উপজেলার শতাধিক শিক্ষক যশোর জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার এর হাতে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে দেশের শিক্ষাখাতে বিরাজমান বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অনতিবিলম্বে সারাদেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের একদফা দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যশোর জেলার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, আশরাফুজ্জামান বাবু, সেলিম রেজা, আমিরুল ইসলাম, ইউসুফ আলী, কামরুজ্জামান, মুক্তার আলী, নুরুল ইসলাম এবং আজিজুর রহমান। এসময় সমন্বয়কারীদের সাথে ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষক মন্ডলী।
শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বৈষম্য তুলে ধরলে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর আশ্বাস দেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার।