খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1889 বার
সাঈদ ইবনে হানিফ : যশোরের বসুন্দিয়ায় মাদক প্রতিরোধের আহবান জানিয়ে প্রেসক্লাব বসুন্দিয়ার পক্ষ থেকে এলাকার ৬০টি মসজিদে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠি গত ০১/৪ /২০২২,ইং শুক্রবার সকল মুসল্লিদের পাঠ করে শোনানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বসুন্দিয়া এলাকার তরুণ যুবকেরা মাদকের দিকে ঝুকে যাওয়ায় এ ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে প্রেসক্লাব বসুন্দিয়া।
খোঁজখবর নিয়ে জানা যায়, মাদকের কারণে এলাকায় বেড়েই চলেছে চুরি, ছিনতাই সহ নানাবিধ অপরাধ মূলক কর্মকান্ড। মাদকদ্রব্য খুব সহজেই পৌছে যাচ্ছে প্রাই অর্ধশত মাদক সেবনের আস্তানায়। ফলে তীব্র উৎকণ্ঠায় দিন পার করছে অভিভাবক ও সচেতন মহল। কিছু দিন আগে মাদকাসেবী আল মামুন রাজা নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার হয়। একেরপর এক মাদক সংশ্লিষ্ট ঘটনায় সাধরণ মানুষ ও সাংবাদিকসমাজ ও এক প্রকার উদ্বিগ্ন । সম্প্রতি বসুন্দিয়ায় মাদক প্রতিরোধে গণ স্বাক্ষর ও করা হয়। একই সাথে প্রেসক্লাব বসুন্দিয়ার পক্ষথেকে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের স্বাক্ষরিত সচেতনাতনামুলক চিঠি শুক্রবার ইউনিয়নের ৬০টি মসজিদে পাঠানো হয়েছে। যা জুম্মার নামাজের ফাঁকে সকলের মাঝে পড়ে শোনান মসজিদের ঈমামগন । ওই চিঠিতে নিজ নিজ জায়গা থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।