খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ৩১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1967 বার
যশোর অফিস : কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকা গুলিবিদ্ধ মিলন মোল্লা(৩৫)নামে এক অটোরিকশাচালকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ আগস্ট) মিলন মোল্লা বাড়িতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা রাতে তাকে হাসপাতালে ভর্তি করেন।
আহত মিলন মোল্লা বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের আলম মোল্লার ছেলে। জীবিকার জন্য তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন মিলন মোল্যা জানিয়েছেন, তিনি ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন। কোটা বিরোধী আন্দোলন চলাকালীন আন্দোলনে অংশ নিয়েছিলেন। পরে গত ১৮জুলাই বেলা ১২ টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে তিনি আহত হন। এ সময় গুলিটি মিলন মোল্লার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। সেই সময় আন্দোলনকারীরা তাকে রাজধানীর বিজয় স্মরণীতে অবস্থিত এএমজেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হয়ে উঠলে গত ১৩আগস্ট সজনরা তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন ।
তিনি আরো জানান, বাড়িতে আসার পর কাজ করতে না পারায় তিনি চরম আর্থিক অনটনে পড়েছেন। পরবর্তী চিকিৎসা কার্যক্রমও তার বন্ধ হয়ে গিয়েছে অর্থের অভাবে। এ পরিস্থিতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। ক্ষত স্থানে যন্ত্রণা শুরু হয়। তাই স্বজনেরা তাকে পুনরায় চিকিৎসার জন্য তাকে
বৃহস্পতিবার যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের নিচতলায় সার্জারি ওয়ার্ডের ৫নং বেডে চিকিৎসাধীন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশীদ জানান, গুলিবিদ্ধ মিলন মোল্যা ঢাকা থেকে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঢাকায় জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এখন তার শরীরে ক্ষত আছে তবে গুলি নেই। গুলি বের হয়ে গেছে। চিকিৎসা চলছে। সরকারিভাবে মিলন মোল্যা চিকিৎসার সকল সহায়তা পাবেন।