খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ২৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 294 বার
আশরাফুজ্জামান বাবু : যশোরের ঝিকরগাছায় বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। ঝিকরগাছার ছাত্র জনতার ব্যানারে ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ডে নিশানা শপিং কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি চলছে। রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৬ টা পর্যন্ত এবং আগামীকালও এই কর্মসূচি চলবে।
সম্প্রতি দেশের ১১টি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত বিনা নোটিশে তাদের বাঁধ খুলে দেওয়ায় কোনো কিছু বুঝে উঠার আগেই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ে। মানুষ তার প্রয়োজনীয় কিছুই নিতে পারেনি। এমতাবস্থায় সারাদেশের মানুষ বন্যার্তদের জন্য স্বেচ্ছায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় ঝিকরগাছা ছাত্র জনতার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীবৃন্দ এবং ঝিকরগাছা সেচ্ছাসেবী ঐক্য মঞ্চের সকল সংগঠন মিলে বন্যার্তদের জন্য এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচির আয়োজন করেছে। বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক সারাদিন মানুষের দেওয়া বিভিন্ন ত্রাণ সামগ্রী সংগ্রহ করে। আজকের এই কর্মসূচিতে কয়েক হাজার পিস কাপড়, নগদ টাকা, ঔষধ, শুকনা খাদ্য, শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া গিয়েছে।