খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ আগস্ট ১৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2461 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশের ব্যবসায়ী, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ী, পুলিশ ও বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার সীমান্তে জিরো পয়েন্টে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহবায়ক হাবিবুবর রহমান হবি, সদস্য অহিদুল ইসলাম, গোলাম ফারুক বাবু, আসাদুর রহমান, জাকির হোসেন মন্টু ও ডাক্তার আক্তারুজ্জমান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অচিন্ত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সন্দীপ কুমার ঘোষসহ পুলিশ ও বিএসএফ সদস্যরা।
তারা এসময় উভয় দেশের সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।