খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ১০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 940 বার
ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি (দক্ষিণ পাড়া) গ্রামে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে বাসাবাড়িতে নাশকতার চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় উক্ত খাবার খেয়ে দুজন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। অসুস্থ দুজন হলেন আনোয়ারুল ইসলাম (৫৭) এবং তার স্ত্রী সফুরা খাতুন (৫০)।
ঝিকরগাছা বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসান দিপু জানান, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে আছেন। বাড়িতে তার পিতা আনোয়ারুল ইসলাম (৫৭) এবং মাতা সফুরা খাতুন (৫০) ছাড়া আর কেউ থাকেনা। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে প্রতিদিনের ন্যায় বাবা-মা দুজন রাতের খাবার খাওয়ার পর গরুর দুধ পান করেন। এর কিছুক্ষণের মধ্যে আনোয়ারুল ইসলাম চেয়ার থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারান এবং সফুরা খাতুনও অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় সফুরা খাতুন কোনোমতে মালয়েশিয়ায় তার ছেলের কাছে ফোনে বিষয়টা জানিয়ে তিনিও জ্ঞান হারান। তখন মেহেদী তার চাচীর কাছে ফোন করে বিষয়টা জানালে তিনি মেহেদির চাচাতো ভাই রফিকুল ও আশেপাশের লোকজন নিয়ে বাড়িতে প্রবেশ করে দেখেন স্বামী স্ত্রী দুজনেই অচেতন অবস্থায় পড়ে আছে। এ অবস্থায় তারা সবাই মিলে দুজনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সফুরা খাতুন বর্তমানে কিছুটা সুস্থ হলেও ঘটনার ২দিন পরেও এখনও আনোয়ারুল ইসলামের সম্পুর্ণ জ্ঞান ফেরেনি। তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে ডাক্তার জানিয়েছেন। মেহেদী হাসান দিপু বলেন, সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কে বা কাহারা আমার বাড়িতে নাশকতা বা ডাকাতি করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে এই কাজ করেছে। তার পিতা সুস্থ হলেই এব্যপারে ঝিকরগাছা থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান।