সিরাজুল ইসলাম, কেশবপুর প্রতিনিধি ঃ কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সারাদেশে নিরীহ ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষদের উপর অতির্কিত হামলা এবং নয় দফা দাবিতে ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে শহীদ দৌলত বিশ্বাস চত্বরে এসে পৌঁছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে সমাবেশ করলে যশোর-চুকনগর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে হাজারো শিক্ষার্থী মিছিল ও সমাবেশকালে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি সারাদেশে নিরীহ ছাত্র-ছাত্রীর উপর অতর্কিত হামলা এবং হত্যার প্রতিবাদ জানায়। সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে নয় দফা দাবি তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের এ বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষক ও অভিভাবকে ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। আন্দোলন কারী ছাত্ররা এসময়ে দেশে আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ত্রিমোহিনী মোড়ে দৌলত বিশ্বাস চত্বরে শিক্ষার্থীদের অবস্থানকালে কেশবপুর থানা পুলিশের সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে ছিলেন।