নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। বিক্ষুব্ধ শিক্ষকরা বলেন, পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালালে আর কোনো পুলিশের সন্তানকে পাঠদান করা হবে না।

শনিবার (৩ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের পৌর পার্ক মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষকরা বলেন, সারা দেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার বিপরীতে তাদের দমন-পীড়ন করা হচ্ছে। অবিলম্বে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গুলি বন্ধ করতে হবে।

শিক্ষার্থীদের দাবি না মেনে নেয়া হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষকরা।