খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ জুলাই ২৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 2961 বার
স্বপন বিশ্বাস, শালিখা, মাগুরাঃ মাগুরা জেলার শালিখা উপজেলায় এ বছর পাট চাষ করে চরম বিপাকে পড়েছেন পাট চাষিরা।
চলতি বছর কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহের কারণে ব্যাপক ভাবে উৎপাদন হয়েছে। কিন্তু এ বছর অনাবৃষ্টির কারণে খাল বিল কোথাও পানি না থাকায় তা জাগে দেওয়া নিয়ে চরম বিপাকে পড়েছে তারা। ফলে বৃষ্টির আশায় অপেক্ষা করছেন। মাগুরা জেলার শালিখা উপজেলায় প্রাচীন কাল থেকে কৃষকরা এ চাষ করে থাকে। বিশেষ করে উপজেলার শতকালী,ধনেশ্বর গাতি, গঙ্গারামপুর ও তালখড়ি ইউনিয়নের চতিয়া গোবিন্দ পুর সেওজগাতি গ্রামে বৃহৎ পরিসরে চাষ হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর পাট চাষের লক্ষ্য মাত্রা ছিল ৪১১৭ হেঃ তার মধ্যে অর্জন এসেছে ৩৭৮০ হেঃ জমির। তবে এবছর তুষা পাটের চাষ সবচেয়ে বেশি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২০ হেঃ বেশি। এ ব্যাপারে শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আলমগীর হোসেন বলেন, তোষা পাটে ছাল বেশি ও ফলনও খানিকটা বেশি তাই কৃষকদের মধ্যে এ পাটের চাষ সবচেয়ে বেশি হয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কৃষকদেরকে সহায়তা প্রদান করে যাচ্ছি।
তবে এ বছর অনাবৃষ্টি হওয়ায় পাট জাগ দিতে চরম ভোগান্তি হচ্ছে। এ ব্যাপারে সেওজগাতি গ্রামের একজন পাট চাষি অসিত বিশ্বাস বলেন, আমার প্রায় ২ বিঘা জমিতে পাট চাষ করেছি।এখনো কাটা হয়নি। অপেক্ষায় আছি বৃষ্টি হয় কি না? তা হলে এ পাট অনেক দূরে নিতে হবে, তাতে ব্যয় অনেক বৃদ্ধি পাবে। কৃষিবিদ অভিজিৎ মন্ডল বলেন, পাট জাগ দেওয়ার জন্য শালিখার খাল গুলোকে নদীর সাথে সমান গভীরতায় মিলিয়ে দেওয়া প্রয়োজন।