খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1542 বার
আব্দুল্লাহ আল-মামুন : যশোরের শার্শায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩টার সময় জেলা পরিষদ অডিটরিয়াম শার্শায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদাণ করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদাণ করেন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালীয়ার রহমান।
শার্শা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান, পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর ররহমান, শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইজজত আলী, সাধারণ সম্পাদক ওসমান গণি মুকুল, কেরালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তার প্রমুখ।