খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4501 বার
বিশেষ প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় মুরগির খামারের নিরাপত্তায় গুনোতারে দেওয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
৩ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার রাধা নগর গ্রামের বাসিন্দা।
প্রতিবেশী সাজ্জাদ হোসেনসহ বেশ কয়েকজনের মাধ্যমে জানা গেছে, নিহত হাবিবুর রহমান পেশায় একজন কৃষক। সম্প্রতি সে ওই গ্রামের তালের নামক স্থানে নতুন বসতি তৈরি করে সেখানে ছোট পরিসরে গরু ও মুরগির খামার করে। কিছু দিন যাবত সে শিয়াল কুকুর ও অন্যান্য ক্ষেত্রে নিরাপত্তার জন্য চারপাশ ঘিরে গুলো তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল।
প্রতিদিন সে নিয়ম করে সকালে সংযোগ বন্ধ করে রাখলেও ঘটনার দিন সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যায়। ফলে দুপুরে ছাগলের জন্য কাঁঠালের পাতা পাড়তে গিয়ে নিচে বিছানো গুনোতারে জড়িয়ে গেলে ঘটনা স্থলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার নিকট আত্মীয়সহ প্রতিবেশী অনেকে।