খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1982 বার
যশোর অফিস : সারাদেশের ন্যায় যশোরেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে দুটি বাম রাজনৈতিক দল। দুপুর ১২টায় যশোর শহরের ভোলাট্যাংক রোডস্থ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাড়ে ১২টার দিকে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু ও বাংলাদেশ ইউনাইটেড কমউিনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক তসলিম-উর-রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেতৃবৃন্দ বলেন, সারাদেশ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির আগুনে জ¦লছে। নিত্যপ্রয়োজনীয় জিনিষ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পাশাপাশি সরকারের মন্ত্রীদের দায়িত্বহীন কথাবার্তা বাজারকে আরো অস্থিতিশীল করছে। এ মুহূর্তে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। টিসিবির মাধ্যমে ১ কোটি মানুষের মাঝে গুটি কয়েক পণ্য বিক্রি কোন সমাধান না। এজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালু, মুজদদার, মুনাফাখোর, কালোবাজারীদের আটক ও বিচারের মুখোমুখি করার দাবি জানান নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক তমিজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে।