খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ মার্চ ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4217 বার
নড়াইল প্রতিনিধি ॥ সরকারের দূর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল,ডাল,তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নড়াইল জেলা জাতীয় পার্টির উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের আদালত সড়কে মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ,সদস্য সচিব শিকদার হাদিউজ্জামান হাদি, যুগ্ন আহবায়ক লিয়াকত হোসেন হেকমত,সদর উপজেলা সভাপতি সাইদুজ্জামান ওরফে সাইদ মেম্বর,সাধারন সম্পাদক বদরুজ্জামান বদর, লোহাগড়া উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি আবুল হাসান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক ডা: মো: সাদেকুর রহমান,নড়াইল পৌর জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর তালুকদার, জেলা যুবসংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার,জাতীয় ছাত্রসমাজ জেলা শাখার আহবায়ক তুহিন আরাফাত, সদস্য সচিব সাহারিয়ার পারভেজ ইমন,জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তাহাজ্জত হোসেন, সাধারন সম্পাদক সাফায়েত হোসেন সাফাসহ দলীয় নেতৃবৃন্দ।বক্তব্য শেষে জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজসহ নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বাজারে গিয়ে সাধারন মানুষের নাভিশ্বাস ফেলতে হয়।রাজনৈতিক অস্থিরতা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি জনবিস্ফোরণে রুপ নিতে পারে।