শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় চেক জালিয়াতির মামলায় শহীদুল ইসলাম নামে এক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।

গতকাল শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপম, এএসআই সুব্রত কুমার দাস সঙ্গীও ফোর্স তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম মাগুরা এর সহায়তায় পঞ্চগড় জেলার সদর থানা দিন জলসী স্টেডিয়াম পাড়া থেকে তাকে গ্রেফতার করে। শহীদুল ইসলাম মাগুরা জেলার শালিখা উপজেলা শতখালী গ্রামের বাসিন্দা এবং মেসার্স মাসুম ব্রিকস এর সত্বধিকারী। এর আগে মাগুরা জেলা দায়রা জজ আদালত ২০১৬ এবং ২০১৮ সালে বিভিন্ন পাওনাদারদের করা চেক জালিয়াতির তিনটি মামলায় শহিদুল ইসলামকে তিন বছরের সাজা এবং ৪০ লক্ষ টাকা জরিমানা করেন।

শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারীকৃত শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত ছদ্দবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। সর্বশেষ তার অবস্থান সনাক্ত করে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমাদের পুলিশের একটি চৌকস দল পঞ্চগড় জেলা থেকে তাকে গ্রেফতার করেছে এবং মাগুরা কোর্টে সফর্দ করা হয়েছে।