খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ১৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1671 বার
যশোর অফিস : যশোরের শার্শার মাটিকুমড়া গ্রামের গৃহবধূর ভ্রুনো হত্যার অভিযোগে স্বামীসহ পাঁচ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। সোমবার ছোট নিজামপুর গ্রামের মৃত জহির উদ্দিনের মেয়ে মেহেরজান খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন শার্শার থানার ওসিকে।
আসামিরা হলো মাটি কুমড়া গ্রামের মৃত জহর আলীর ছেলে ও মেহেরজানের স্বামী সেহেল রানা, শ্বশুড়ি মমতাজ বেগম, আলমগীর হোসেনের স্ত্রী আন্না খাতুন পুতুল, মারুফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন ও গিলেপোল গ্রামের সিদ্দিকের ছেলে সাসুম।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ৪ জানুয়ারি আসামি সোহেল রানার সাথে মেহেরজানের বিয়ে হয়। এক মাস যেতে না যেতে অপর আসামিদের প্ররোচনায় আসামি সোহেল রানা তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। এরমধ্যে মেহেরজান অন্তসত্তা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে আসামি গর্ভের সন্তান নষ্ট করার নানা ষড়যন্ত্র শুরু করে। গত ২৬ ফেব্রুয়ারি মেহেরজান শার্শার বুরুজবাগান প্রাইভেট জেনারেল হাসপাতাল থেকে প্রেগনেন্সি টেস্ট করে পজেটিভ রিপোর্ট পান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য মরিয়া হয়ে ওঠে। গত ১ মার্চ আসামিরা সন্তান নষ্ট করে ফেলার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মেহেরজান সন্তান নষ্ট করার জন্য হাসপাতালে যেতে রাজি না হওয়ায় আসামিরা তাকে মারপিট করে মাটিতে ফেলে পেটে আঘাত করে। এতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে মেহেরজান। এ সংবাদ পেয়ে বাড়ির লোকজন এসে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে রিপোর্ট দেন।