জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ জানুয়ারি ২০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1634 বার
সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কের খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দি এলাকার আবু সাঈদের ছেলে মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।
আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ঘটনাস্থলেই লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।