জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ জানুয়ারি ৪, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3410 বার
সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার(৩.১.২৪) ভোর উপজেলার আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৈখালী গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন ভাংগা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ।
এ বিষয়ে ওয়ার্ড আ`লীগের সভাপতি মাসুদ মেম্বার জানান, আমাদের আওয়ামী লীগের সমর্থিত কাজী জাফরউল্লাহর নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ছিল। আমরা রাতেও নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরে যাই। কে বা কাহারা শেষ রাতের দিকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিভানো হয়।
তিনি আরও বলেন, বিষয়টি নেতাকর্মীকে জানানোর পর ভাংগা থানা পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিজিবি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা অভিযোগ দায়ের করব।
এ ঘটনায় ভাঙ্গা উপজেলা আ`লীগের ১নং যুগ্ন সাধারন সম্পাদক শরিফুজ্জামান ভিপি শরীফ জানান, প্রতিপক্ষরা আমাদের গণজোয়ার সহ্য করতে না পেরে নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে। আমরা এর বিচার দাবি জানাই।
এদিকে এঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, নৌকার ক্যাম্পে আগুন দিয়েছে রাতের আঁধারে কে বা কাহারা জানা যায়নি, তবে তদন্তপূর্বক আসল অপরাধীকে বের করার চেষ্টা চলছে। এখনও আমরা লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।