খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2930 বার
সানজিদা আক্তার সান্তনা : যশোর শহরের প্রানে কেন্দ্র দড়াটানা মোড় সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। এ সময় ভৈরব ও নিউ ভৈরব হোটেলের সামনের অংশসহ ফলের দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন হাসপাতাল সড়কের দু’পাশের ফুটপাত দখল করে ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিন ধরে দোকানপাট করে ফলের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। একই সাথে ভৈরব ও নিউ ভৈরব হোটেল কর্তৃপক্ষ সামনের সড়কের অংশ দখল করে চুলা ও টেবিল বসিয়ে ব্যবসা চালাচ্ছিল। এতে করে জনগন ফুটপাত ব্যবহার করতে না পারায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।
বিষয়টি পৌরসভা কতৃপক্ষের নজরে আসলে আজ বুধবার সকাল ১১টায় উক্ত স্থানে উচ্ছেদ অভিযান চালান। এসময় ভ্রাম্যমাণ আদালত ওই দুটি হোটেলের সামনের অংশ ভেঙে গুড়িয়ে দেয়।
এছাড়া সড়ক দখল করে ব্যবসা করার কারণে আরো প্রায় ২৫টি ফলের দোকান উচ্ছেদ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসির। এ সময় পৌরসভার কর্মকর্তাসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।