জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2356 বার
মো.নজরুল মিয়া, গোয়ালন্দ থেকে : রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস।
মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় বিজয়ের দিন। জাতির বহুকাঙ্খিত বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ আবারওফিরে এসেছে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বরে এসেছিল চূড়ান্ত বিজয়। এই বিজয়ে আনন্দে উদ্ধেলিত হয়েছিল গোটা বাঙালি জাতি। আজ বাঙালি জাতি পালন করছে ৫৩ তম মহান বিজয় দিবস।
শনিবার ১৬ ডিসেম্বর সকাল ৭টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ৭ মার্চ চত্বরে পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলা কোর্ট চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও কয়েকটি কবুতরকে অবমুক্ত করার মাধ্যম দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে সকাল ৭টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প মাল্য অর্পণ করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো. নাসিরউদ্দিন রনি, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, তদন্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,ডা. ফারসিম তারান্নুম হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুধীসমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।