খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6567 বার
সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলায় হাজী কল্যাণ পরিষদের ৫ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর ২০২৩ইং শনিবার বেলা ১১টায় উপজেলার দোহাকুলা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাও.মো.ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ্ব মো.রোস্তম আলীর সঞ্চালনায় সম্মেলনে অংশ গ্রহন করেন, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার হাজী কল্যান পরিষদের সদস্যগন। সম্মেলনে, উপজেলার সর্বমোট ৪০২ জন তালিকাভূক্ত হাজী মহোদয় এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সর্বোচ্চ হাজী উপস্থিত ছিলেন, বাসুয়াড়ি ইউনিয়নের যার সংখ্যা ছিল ৮০ জন। প্রতি ইউনিয়ন থেকে একজন করে হাজী মহোদয় এই সম্মেলনে আলোচনা করার সুযোগ পায়।
জানা গেছে, প্রতি ইউনিয়নে ১২/১৪ জনকে নিয়ে একটি কার্য্যকারি কমিটি গঠিত হয়েছে। এছাড়াও ৩/৪ জন উপদেষ্টা মণ্ডলীও রয়েছে। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সম্মানিত বর্ষীয়ান সভাপতি আব্দুলাহিল কাফি উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আ. রউফ মোল্লা বক্তব্য রাখেন। একই সাথে তিনি সকল সম্মানিত হাজীদের সুস্থ্যতা কামনা করেন ।