আশিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাজান আলী মোড়লের স্বাক্ষরিত নাগরিক সনদপত্র, ট্রেড লাইসেন্স, ওয়ারেশ কায়েম, জন্ম নিবন্ধন সহ সিলমোহর পুড়িয়ে উল্লাস করার প্রতিবাদে দুর্নীতিবাজ রিফার মেম্বার সহ জড়িত অন্যান্যদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টায় গদখালি ইউনিয়নবাসীর আয়োজনে গদখালি ইউনিয়ন পরিষদের সামনে শত-শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিমুদ্দিম আজিমের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার চাচা শাহাজান আলী মোড়ল একজন সৎ মানুষ ছিলেন। তার জানাজার জন্য হাজারো মানুষ যখন অপেক্ষা করছে তখন রিফার মেম্বার বুনো উল্লাসে মদ খেয়ে পরিষদ থাকা তার স্মৃতি মুছে ফেলার জন্য সিলমোহর সহ সকল কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। আমি এই ঘটনার ধিক্কার জানাচ্ছি এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।

গদখালি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিমের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, গদখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হজরত আলী, গদখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্সি আবুল ইসলাম, গদখালি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমেদ, গদখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাস্টার ময়নাল হোসেন, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, তাজ উদ্দিন, নুর হোসেন, শাহিনুর বেগম, মহিলা আওয়ামী যুবলীগের সদস্য রেশমা খাতুন, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম সহ আরও অনেকে।

উল্লেখ্য গত ৭ নভেম্বর সকালে চেয়ারম্যান শাহাজান আলী একটি ট্রেন দূর্ঘটনায় নিহত হলে পরেরদিন দুপুরে ব্যক্তিগত আক্রোশের জের ধরে ইউপি সদস্য আনারুল ইসলাম রিফার ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান স্বাক্ষরিত সকল কাগজ আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। এটা নিয়ে গ্রামের সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।