খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ১২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3817 বার
আশিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র পোড়ানোর অভিযোগ উঠেছে উক্ত পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম রিপারের বিরুদ্ধে। বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল ৭ নভেম্বর সকালে ট্রেন দূর্ঘটনায় মৃত্যুবরণ করার পরের দিন রিফার মেম্বার ইউনিয়ন পরিষদে রক্ষিত চেয়ারম্যানের স্বাক্ষর করা কাগজ এবং ছবি পুড়িয়ে উল্লাস করেন।
ইউনিয়ন পরিষদের চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত কম্পিউটার অপারেটর বাবলু মন্ডল বলেন, ঘটনার দিন দুপুর ১২টার দিকে রিপার মেম্বার আমার কাছে এসে চেয়ারম্যান শাহাজাহান আলীর স্বাক্ষর করা নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি দেখতে চান। আমি সেগুলো বের করে দিলে তিনি ইউনিয়ন পরিষদের মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেন। এসময় পরিষদের সচিব ইমামুল হক টুটুল, দফাদার ফয়সাল হোসেন, চৌকিদার কার্তিক দাস সেখানে উপস্থিত ছিলেন। সবার সামনেই তিনি এই কাজটি করেছেন।
ইউনিয়ন পরিষদের সচিব ইমামুল হক টুটুল বলেন, মেম্বার কাগজ পুড়িয়েছেন, তবে কি কাগজ পুড়িয়েছেন এটা আমার জানা নেই। কোনো কাগজ পুড়িয়ে নষ্ট করার নিয়ম আছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন এভাবে কাগজ নষ্ট করার ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা নেই।
আনারুল ইসলাম রিপার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে চেয়ারম্যানের সম্পর্ক ভালো ছিলো না। তার মৃত্যুর পরে একটি পক্ষ আমাকে ফাঁসানোর জন্য এইসব অপপ্রচার চালাচ্ছে। আমি কোনো কাগজ পোড়াইনি। এবিষয়ে আমি কিছু জানিনা।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক বলেন, আমার কাছে এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদানুসারে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য গত ৭ নভেম্বর বর্তমান চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল ট্রেন দুর্ঘটনায় মারা যান। তিনি গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ঝিকরগাছা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও বেনেয়ালী হাইস্কুলের সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চেয়্যারম্যান হিসেবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। রিপার মেম্বারের এধরণের কাজে এলাকায় সাধারণ জনগন এবং অন্যান্য ইউপি সদস্যগন ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য।