সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর-ঘুনি বাজারে ফিলিস্তিনের জনগণের উপর দখলদার ইসরায়েল বাহিনীর বর্বর হামলা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর আছর নামাজের পর স্থানীয় বাজারের মসজিদ কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ ও মিশিলের আয়োজন করা হয়। প্রতিবাদ মিশিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাজার কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন, স্থানীয় ৬নং (ওয়ার্ড) ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যাপক আশরাফ আলী, বাজার মসজিদের ইমাম মাওঃ আব্দুল হালিম, ঘোষনগর জামে মসজিদের ইমাম মাওঃ সোহরাব হোসেন, বাগডাঙ্গা উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওঃ এরশাদ আলি, দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মাওঃ শহিদুল ইসলাম বুলবুল, মাওঃ মাহাবুর রহমান। উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যাবসায়ী সেলিম রেজা সাবু, মাওলানা আমিরুল ইসলাম বুলু, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল হাই, আসলাম হোসেন প্রমূখ। এদিন আছর নামাজের পর প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্য বাগডাঙ্গা, ঘোষনগর, ঘুনী, রাধানগর, জামালপুর, ওয়াদীপুর সহ আশপাশের গ্রামের কয়েকশত মুসল্লী এবং সাধারণ মানুষ ইজরায়েলের বিরুদ্ধে নানা রকম শ্লোগান সহকারে অংশ গ্রহণ করে। এসময় বক্তারা বলেন, এই আগ্রাসী অভিসপ্ত ইসরায়েলি বাহিনী শুধু মুসলিম জনগোষ্ঠীর নয় তারা মানবতার শত্রু। তাদের অতীত ইতিহাস সম্পর্কে আমাদের জানা উচিৎ।

যুগে যুগে অসংখ্য বিশৃঙ্খলা এবং রক্তপাতের ঘটনা তারা ঘটিয়েছে। ফিলিস্তিনের ভূখণ্ডে এক সময় তারা ছিল উদ্ভাস্ত-আশ্রয় প্রার্থী। কিন্তু সেই দুর্বিনীত অবাধ্য জাতি আজ উল্টো ফিলিস্তিনের মুসলিম জনগোষ্ঠীর উপর চরম অন্যায় ভাবে নির্মম গনহত্যা চালাচ্ছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা, সকল প্রকার ইসরায়েলের পন্য বাজার থেকে না কেনার জন্য স্থানীয় জনসাধারণের প্রতি আহবান জানান।