খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1126 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সাতক্ষীরা সদর উপজেলার আগারদাড়ীতে প্রতারক স্বামী স্ত্রী কর্তৃক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারক ওই স্বামী ও স্ত্রী সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিশপুর গ্রামের বাসিন্দা। তাদের এক জনের নাম ইদ্রিস আলী এবং অপর জন হলেন ইদ্রিস আলীর স্ত্রী জাকিয়া বেগম।
সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা যায়, ইদ্রিস আলী ও তার স্ত্রী জাকিয়া বেগম দম্পতি ২০২১ সালের জানুয়ারি মাসের ৬ হতে ১৭ তারিখের মধ্যে স্থানীয় বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন লোনের প্রলোভন দেখিয়ে, সরকারী ঘর, গরুর খামার, মুরগী ও ছাগল, ঝড়ো কার্ড পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে অভিনব কায়দায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগী কয়েকজন এ প্রতিবেদককে জানিয়েছেন।
এমনি একজন ভুক্তভোগী স্থানীয় সিরাজুল ইসলামের স্ত্রী ফজিলা খাতুন বলেন, আমাকে ছাগল ও মুরগী দেওয়ার কথা বলে জাকিয়া বেগম ৪০ হাজার টাকা নিয়েছে। কিন্তু এখনও কোন ছাগল বা মুরগী কিছুই পাইনি।
ভুক্তভোগী স্থানীয় আবদুল হামিদের স্ত্রী মঞ্জুরা খাতুন বলেন, জাকিয়া বেগম আমাকে লোনের প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে। কিন্তু লোনও পাইনি, টাকা ও ফেরত পাইনি।
এমনিভাবে স্থানীয় সমীর সরদারের স্ত্রী জহুরা বেগমের কাছ থেকে ঝড়ো কার্ডের নাম করে ২০ হাজার, ফজের আলীর পুত্র মোহাম্মদ নূর ইসলামের কাছ থেকে ঘর ও গরুর খামার দেওয়ার নাম করে ২০ হাজার, আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ আরাফাত হোসেনের কাছ থেকে ৫ হাজার সহ স্থানীয় হালিমা, মনিরা,সেলিনা,রাবেয়া,মুর্শিদা,জবেদা বেগম,রোকসানা খাতুন,আবেদা সুলতানাদের বিভিন্ন প্রলোভনে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিনব প্রতারক ইদ্রিস আলী ও জাকিয়া বেগম দম্পতি।
এ বিষয়ে আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, “এ বিষয়ে সমাধানের জন্য বাদী-বিবাদীদের নিয়ে বসা হয়েছিলো, কিন্তু কোন সমাধান মেলেনি।”
বিভিন্ন প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে জাকিয়া বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ আমি এই সমস্ত টাকা নিয়েছি , নিয়ে আমি আরেকজনের কাছে হস্তান্তর করেছি। সে আমার টাকা দিচ্ছেনা, সে টাকা দিলে আমি সমাধান করব। তার জন্য আমার অনেক সময় লাগবে।” এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।