আব্দুল্লাহ আল-মামুন : বাংলাদেশী ট্রাক ড্রাইভারের মৃত্যুর কারনে ভারতের পেট্রাপোল বন্দর ৮ ঘন্টা আমদানি রফতানি বন্ধ থাকার পর চালু হয়েছে। লাশ বাংলাদেশে হস্তান্তর না করায় বেনাপোল–পেট্রাপোল বন্দরে দুই দেশের আমদানি রপতানি বন্ধ হয়ে যায়।

মৃত নাজমুল ঝিকরগাছা পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত ওলিয়ার রহমান সরদার এর ছেলে।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বাংলাদেশী ট্রাক ড্রাইভার বাবলু (৬৩) স্ট্রোক করে পেট্রাপোল বন্দরে মারা যায়। তবে ওপারের প্রশাসনের সাথে আলাপ আলোচনার পর আইনি প্রক্রিয়ায় লাশ বাংলাদেশে ফেরত দেওয়া হবে এ রকম আশ্বাসের ফলে উভয় দেশের বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে আমদানি রফতানি বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় পুনরায় চালূ হয়।

বেনাপোল স্থল বন্দরের সিএন্ড এফ এজেন্ড এর কর্মচারী বাবু বলেন, বুধবার (১১ অক্টোবর ) রাত সাড়ে ৮ টার সময় ট্রাক ড্রাইভার বাবলু রফতানিকৃত পাটজাত পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। এর পর তিনি বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরপর দুই দেশের আমদানি রপতানি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৯ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আমদানি রফতানি।

বেনাপোল স্থল বন্দরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ায় লাশ বাংলাদেশে হস্তান্তর করবে ভারতীয় প্রশাসন। দীর্ঘ ৯ ঘন্টা পর দুই দেশের বানিজ্য বন্ধ থাকার পর বিকাল ৫ টার সময় চালু হয়েছে আমদানি রপতানি।