জেলার খবর, নাটোর, রাজশাহী বিভাগ | তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3003 বার
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে শিশু ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামের বারনই নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আব্দুস সবুরের মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছ ডুবুরি দল। সবুর একই গ্রামের সাহাদ ইসলামের ছেলে ও নিখোঁজ ফাতেমা সাইফুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ফাতেমা ও সবুর তাদের বাড়ি সংলগ্ন বারনই নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও স্রোতে ডুবে যায়। ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়াস সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ ও স্থানীয় হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, খবর পেয়ে ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে সবুরের মরদেহ উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ সংবাদ লেখা পর্যন্ত ফাতেমা নিখোঁজ ছিল। ডুবুরি দল শুক্রবারের জন্য তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।